কবিতা

 বদলেছে সব-

কাজী সোয়েব এমরান।

বদলে গেছে পাল্টে গেছে পুরনো সব রীতি,
নেইতো আজ মানবতা নেই যে কোন ভীতি।
সবখানে আজ পক্ষপাত আর মিথ্যাচার,
ভাবছো না তো সময়মত পাবেনা যে ছাড়।
অল্প ক্ষমতায় তুমি করছো কতো কিছু,
ন্যায় নীতি মানবতা সব ফেলেছো পিছু।
টাকার জন্য সবই করছো রবে কতোদিন,
হঠাৎ করেই যাবে চলে শুধবে কবে ঋন।
পাশকে করছো ফেল তুমি ফেলকে করছো পাশ,
সুযোগ বুঝেই দিয়ে দিচ্ছো অসহায়কে বাঁশ।
কেড়ে নিচ্ছো খাবার তুমি গরীব দূখীর থেকে,
শক্তি দিয়ে সবকিছুই রাখছো তুমি ঢেকে।
এসব করেই চলছে এখন আধুনিক সমাজ,
নেইতো কোথাও ন্যায় কিছু পাল্টেছে সব আজ।

Comments